জেলার সংবাদ

তৃতীয় লিঙ্গ ও বেদে সম্প্রদায়ের বাড়িতে খাবার পৌঁছে দিচ্ছে বরগুনা জেলা প্রশাসন

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

বুধবার ১লা এপ্রিল ২০২০ ১১:১১:১২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বরগুনায় তৃতীয় লিঙ্গ ও বেদে সম্প্রদায়ের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে বরগুনা জেলা প্রশাসন। বুধবার বিকেলে বরগুনার ভুতমারা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী  পৌঁছে দেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।

বৈশ্বিক মহামারী করনা ভাইরাসের প্রকোপ ঠেকাতে জেলাজুড়ে বন্ধ রয়েছে সকল প্রকার যানবাহন চলাচল। ঘর থেকে বের হচ্ছেন না সাধারণ মানুষ। এই কারণে কর্মহীন হয়ে পড়েছে নিম্নআয়ের মানুষ।

এই জেলায় কর্মহীন হয়ে পড়া, দরিদ্র এবং নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। জেলার হতদরিদ্র মানুষদের খুঁজে বের করে তাদের খাদ্য সহায়তা দিচ্ছেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। এরই ধারাবাহিকতায় বুধবার বিকেলে বরগুনার তৃতীয় লিঙ্গের মানুষ এবং বেদে সম্প্রদায়ের মাঝে খাবার বিতরণ করেন তিনি।

এ বিষয়ে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা কর্মহীন হয়ে পড়া দরিদ্র ও হতদরিদ্র মানুষের বাড়িতে গিয়ে খাবার বিতরণ করছি। আমাদের পর্যাপ্ত খাবার মজুদ রয়েছে। পুরো দেশ স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের এ উদ্যোগ চলমান থাকবে।

আরও পড়ুন