জেলার সংবাদ, বইপত্র

তেঁতুলিয়ায় ‘বই পড়া উৎসব’

পঞ্চগড় প্রতিনিধি

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৮শে জুলাই ২০২০ ০৩:২৮:০১ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনা পরিস্থিতিতে বাড়িতেই অলস সময় পার করছেন শিক্ষার্থীরা। তাই এই সময়ে শিক্ষার্থীর মাঝে উৎসাহ জোগাতে ‘বই পড়া উৎসবের’ আয়োজন করেছে তেঁতুলিয়া উপজেলা প্রশাসন। বাড়ি থেকেই নির্বাচিত শিক্ষার্থীরা এই উৎসবে অংশ নিবেন।

সোমবার (২৭ জুলাই) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বই পড়া উৎসবের উদ্বোধন করেন পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন। এসময় তেঁতুলিয়া উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহাসহ তেঁতুলিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা যুক্ত ছিলেন।

উপজেলা প্রশাসন জানায়, বই পড়া উৎসবে উপজেলার ৩০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণিতে পড়ুয়া নির্বাচিত ৩’শ জন শিক্ষার্থীর বাড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রচিত ‘অসমাপ্ত আত্মজীবনী’, ‘কারাগারের রোজনামচা’ ও ‘আমার দেখা নয়া চীন’ এই তিনটি বিখ্যাত বই পৌঁছে দেয়া। পাঠ শেষে শিক্ষার্থীদের দেয়া বুক রিভিউ মূল্যায়নের মাধ্যমে সেরা রিভিউ প্রদানকারী শিক্ষার্থীদেরকে পুরষ্কৃত করা হবে।

আরও পড়ুন