আন্তর্জাতিক, ভারত

ত্রিপুরায় পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৫শে নভেম্বর ২০২১ ১০:১৪:২৮ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতের ত্রিপুরা রাজ্যে পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল ৭টায় ভোট শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

আগরতলা পৌরসভা, ১৩টি পৌর পরিষদসহ ৬টি নগর পঞ্চায়েতে ভোট চলছে। মোট ৩৩৪টি ওয়ার্ডে পৌর নির্বাচন হচ্ছে। এর মধ্যে ১১২টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি জয়ী হয়েছে। বাকি ২২২টি আসনে আজ ভোটগ্রহণ চলছে।

এদিকে ভোটের আগের রাতেই তৃণমূলের প্রার্থীদের ওপর বিজেপি কর্মীরা হামলা চালিয়ে বলে অভিযোগ উঠেছে। ভোটারদের বাড়িতে গিয়ে তাদের হুমকি ধামকি দেয়ার অভিযোগও করেছে তৃণমূল। এমন পরিস্থিতিতে আগরতলার সবগুলো বুথকেই স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে।

নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন বুথে সিআরপিএফ এবং ত্রিপুরা স্টেট রাইফেলস মোতায়েন করা হয়েছে। আগামী শনিবার ভোটগণনা শুরু হবে।

আরও পড়ুন