আন্তর্জাতিক, ভারত

দ.আফ্রিকায় মহাত্মা গান্ধীর নাতনির মেয়ের ৭ বছরের কারাদণ্ড

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৮ই জুন ২০২১ ০৯:২৪:১৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আর্থিক প্রতারণা ও জালিয়াতির অভিযোগে ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর নাতনির মেয়ে আশিস লতা রামগোবিনকে সাত বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে দক্ষিণ আফ্রিকা।

সোমবার দেশটির ডারবান শহরের স্পেশালাইজড কমার্শিয়াল ক্রাইম কোর্ট এই রায় ঘোষণা করেন।

অভিযোগ উঠেছে, দক্ষিণ আফ্রিকায় এস আর মহারাজ নামের এক ব্যবসায়ীর কাছ থেকে আশিস লতা রামগোবিন ৬২ লাখ র‍্যান্ড নিয়েছিলেন। ভারত থেকে দেশটিতে পণ্য রপ্তানির নামে ওই টাকা নিয়েছিলেন তিনি। এ ছাড়া ওই ব্যবসায়ীকে ব্যবসার একটি লভ্যাংশ দেয়ারও প্রতিশ্রুতি দিয়েছিলেন আশিস লতারামগোবিন। কিন্তু, পরে চুক্তি অনুযায়ী কোনো পণ্য রপ্তানি করা হয়নি বলে অভিযোগ ওঠে।

পরে, একপর্যায়ে আদালতে মামলা হলে শুনানির পর সোমবার আশিস লতা রামগোবিনকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করে। এরপর তাকে সাত বছরের কারাদণ্ডাদেশ দেয়া হয়।

আরও পড়ুন