রাজধানী

দক্ষিণখানে দুই শিশুসহ মায়ের মরদেহ উদ্ধার

ময়ূখ

ডিবিসি নিউজ

শনিবার ১৫ই ফেব্রুয়ারি ২০২০ ০১:২৩:৩৭ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীর দক্ষিণখানের প্রেমবাগান এলাকার একটি বাড়ি থেকে দুই শিশু ও তাদের মায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে।  

সন্ধ্যায় ওই বাড়ি থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে ওই দুই শিশুর বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

পুলিশ জানায়, স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনস্থলে পৌঁছায় তারা। যেই ঘরে মরদেহগুলো পাওয়া গেছে, সেই ঘরটি তালাবদ্ধ অবস্থায় ছিলো। কীভাবে তারা মারা গেছে সে বিষয়ে এখনো নিশ্চিত নয় পুলিশ তবে তারা সন্দেহ এটি হত্যাকাণ্ড।

তিনদিন আগে তাদের হত্যা করা হয়েছে বলে সন্দেহ পুলিশের।  নিহতরা হলেন, মুন্নি এবং তার দুই সন্তান লাইবা ও ফারহান। ঘটনার পর থেকে মুন্নির স্বামী বিটিসিএল-এর সাবেক প্রকৌশলী রাকিব উদ্দিন পলাতক। 

আরও পড়ুন