রাজনীতি, জেলার সংবাদ

দলে কোনো বিভেদ নেই বলে দাবি রেজাউল ও নাছিরের

চট্টগ্রাম প্রতিনিধি

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২০শে ফেব্রুয়ারি ২০২০ ০১:১১:০০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী বলেছেন, নেতৃত্ব প্রতিযোগিতা থাকলেও দলে কোনো বিভেদ নেই।

বৃহস্পতিবার সকালে, সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এসময় গতকাল বুধবার মহানগর আওয়ামী লীগ থেকে দেওয়া সংবর্ধনায় বর্তমান মেয়র আ.জ.ম নাছির উদ্দিনের উপস্থিত না থাকা প্রসঙ্গে রেজাউল বলেন, তার মা অসুস্থ হয়ে হাসপাতালে থাকায় তিনি সেখানে যেতে পারেননি।

নির্বাচনে জয়ী হলে সবাইকে নিয়ে একটি বাসযোগ্য নগরী গড়ে তুলবেন বলেও জানান রেজাউল করিম। পরে, তিনি চট্টগ্রামের আওয়ামীলীগের প্রয়াত নেতাদের বাসায় যান এবং তাদের কবর জিয়ারত করেন।

এছাড়া দলের সবাই ঐক্যবদ্ধ রয়েছে জানিয়ে বর্তমান মেয়র আ.জ.ম নাছির উদ্দিনও বলেন, দলে কোনো বিভেদ নেই। তিনি মেয়র হওয়ার জন্য যেভাবে কাজ করতেন। দলীয় প্রার্থীর জন্য সেভাবে কাজ করবেন এবং সে অনুযায়ী কর্মীদের নির্দেশনা দিয়েছেন।

এদিকে, দ্বিতীয় দিনের মত বিএন‌পি থেকে ম‌নোনয়ন প্রত্যা‌শী কাউন্সিলর ও সংর‌ক্ষিত ম‌হিলা কাউন্সিলর প‌দে ফরম বিতরণ করছে দলটি। বুধবার সকাল ১০টায় নগরীর কাজীর দেউড়িস্থ নাসিমন ভবনে বিএনপির কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশী কাউন্সিলরদের মাঝে ফরম বিতরণ শুরু করে তারা। এখনও পর্যন্ত একশোরও বেশি মনোনয়ন বিক্রি হয়েছে বলে জানান মহানগর বিএনপির সাধারণ সম্পাদক।

বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন সংগ্রহ করা যাবে এবং শুক্রবার থেকে মনোনয়ন জমা নেওয়া হবে। যাচাই বাছাই শেষে যারা দলের জন্য ত্যাগী এবং চারিত্রিকভাবে সৎ তাদের মনোনয়ন দেওয়া হবে বলে জানিয়েছে দলটি।

আরও পড়ুন