রাজনীতি, জেলার সংবাদ

দল চালাতে না পারলে সরে যান, এরশাদের উত্তরাধিকার বেঁচে আছে: বিদিশা

রংপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

সোমবার ৭ই সেপ্টেম্বর ২০২০ ০৫:৩২:৫৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দল চালাতে যাদের দায়িত্ব দেয়া হয়েছে তারা না পারলে সরে যেতে পারেন। কারণ এরশাদের উত্তরাধিকার এখনো বেঁচে আছে, বলেছেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে, রংপুরের পল্লিনিবাসে সন্তান এরিখকে নিয়ে এরশাদের কবর জিয়ারতে এসে সাংবাদিকদের এ কথা বলেন বিদিশা। এসময় তিনি বলেন, যাকে যে গুরুদায়িত্ব দেয়া হয়েছে যে রাজনীতি, তারা রাজনীতি করবেন। আর না পারলে সরে দাঁড়াবেন। এরশাদ সাহেবের উত্তরাধিকার বেঁচে আছে, তাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমার।

অনেকের ষড়যন্ত্রে ছিটকে পড়েছেন জানিয়ে বিদিশা আরো বলেন, কথা দিচ্ছি রংপুরের মানুষের পাশ থাকবো, যদি রংপুরবাসী চায় তবেই রাজনীতিতে আসবো। অনেকের ষড়যন্ত্রে এরিখকে তার বাবার কবরে মাটি দিতে দেয়া হয়নি। এরিক শুধু আমার সন্তান না, এরিক রংপুরের সন্তান। আপনাদের কাছে এরিককে দিয়ে গেলাম, এটা এরিকের বাবা বানিয়েছে এটা এরিকের ঠিকানা। ও যখন চাইবে আসবে, দেখে রাখবেন আপনারা।

আরও পড়ুন