আবরার হত্যায় জড়িত অমিত শাহসহ সকল অপরাধীকে দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি ও ভিসির পদত্যাগের দাবি জানান ছাত্রদল নেতারা।
অতীত ঐতিহ্য থাকলেও বর্তমান ছাত্রলীগ দানবীয় শক্তিতে পরিনত হয়েছে বলে অভিযোগ করেছেন ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন। বুধবার দুপুরে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবরার হত্যাকাণ্ডের প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল শেষে সমাবেশে এ অভিযোগ করেন খোকন।
ছাত্রদল সভাপতি বলেন, দেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানেই এখন সাধারণ শিক্ষার্থীদের কোন সহাবস্থান নেই। সাধারণ শিক্ষার্থী্রা আতংকের মধ্য দিয়ে তাদের শিক্ষা জীবন পার করছে। আমরা বুয়েটের ভিসির পদত্যাগ এবং যতক্ষণ পর্যন্ত না আবরার হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের শাস্তি না হবে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো।
মৌন মিছিলটি মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে ক্যাম্পাসে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এ সময় আবরার হত্যায় জড়িত অমিত শাহসহ সকল অপরাধীকে দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান ছাত্রদল নেতারা। দেশবিরোধী চুক্তির সমালোচনা করায় বুয়েট ছাত্র আবরারকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করে সংগঠনটি।