আন্তর্জাতিক

দাবানলের পরিস্থিতি আরো ভয়াবহ হবার আশঙ্কা অস্ট্রেলিয়ায়

কাজী শাহরিন হক

ডিবিসি নিউজ

শুক্রবার ২৭শে ডিসেম্বর ২০১৯ ০২:১০:২৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অস্ট্রেলিয়ায় দাবদাহের কারণে দাবানলের পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে দেশটির কর্তৃপক্ষ।

শুক্রবার অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস, সাউথ অস্ট্রেলিয়া ও ভিক্টোরিয়াসহ দাবানল কবলিত বেশ কয়েকটি অঙ্গরাজ্যের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি হতে পারে বলে জানায় দেশটির আবহাওয়া বিভাগ।

অস্ট্রেলিয়ায় একশটিরও বেশি জায়গায় দাবানলে পুড়ছে সবকিছু। টানা দুদিন সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ধারণের মাত্র এক সপ্তাহ পর আবারো দাবদাহের আশঙ্কা করা হচ্ছে।

গত ১৯শে ডিসেম্বর দেশটির সর্বোচ্চ গড় তাপমাত্রা ছিল ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গত সপ্তাহে সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গ্রামাঞ্চলে বহু ঘরবাড়ি আগুনে পুড়ে যায়।

আরও পড়ুন