জেলার সংবাদ, অপরাধ, আইন ও কানুন

দিনাজপুর জেলা কারাগারে এক আসামির ফাঁসি কার্যকর

দিনাজপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১০ই জুন ২০২১ ০১:৩৫:৫৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দিনাজপুর জেলা কারাগারে স্ত্রী হত্যা মামলায় আব্দুল হক নামে মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত এক আসামির মৃত্যুদণ্ড ফাঁসিতে ঝুলিয়ে কার্যকর করা হয়েছে।

বুধবার (৯ জুন) দিবাগত ১২টা ১ মিনিটে এই মৃত্যুদণ।ড কার্যকর করা হয়। এসময় দিনাজপুর জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন এবং ডিআইজি রংপুর (প্রিজন) উপস্থিত ছিলেন।

স্বাধীনতার পর দিনাজপুর জেলা কারাগারে এটাই প্রথম কোন আসামির ফাঁসি কার্যকর করা হলো। রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে অহিদুল ইসলাম নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কারাবন্দি জল্লাদ হিসাবে দায়িত্ব পালন করে।

এর আগে, বুধবার বিকেলে আব্দুল হকের সাথে তার পরিবারের কয়েকজন সদস্য সাক্ষাৎ করে।

জানা যায়, রংপুরের মিঠাপুকুর উপজেলার ভক্তিপুর চৌধুরীপাড়া গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে ২০০২ সালের ফেব্রুয়ারিতে তার স্ত্রী বেলি বেগমকে হত্যা করে। ওই মামলায় ২০০৭ সালে ৩ মে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আসামি আব্দুল হককে ফাঁসিতে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করে। পরবর্তীতে হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট সাজা বহাল রাখে। রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদনও নামঞ্জুর হলে কারা কর্তৃপক্ষ ফাঁসি কার্যকরের উদ্যোগ নেয় এবং কার্যকর করে।

আরও পড়ুন