বাংলাদেশ, জাতীয়, অপরাধ, আইন ও কানুন

দীপন হত্যা মামলায় ১০ই ফেব্রুয়ারি রায়ের দিন ধার্য করেছে আদালত

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

রবিবার ২৪শে জানুয়ারী ২০২১ ০২:৫৪:৩৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপন হত্যা মামলায় আট আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শেষে ১০ই ফেব্রুয়ারি রায়ের দিন ঠিক করেছে আদালত।

রবিবার ২০ জানুয়ারি সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান রায়ের জন্য এদিন ঘোষণা করেন। 

আলোচিত এ মামলায় রাষ্ট্রপক্ষের ২৬ সাক্ষীর মধ্যে ২৩ জন সাক্ষ্য দেন। ২০১৫ সালের ৩১ অক্টোবর রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটের নিজ অফিসে জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। 

সেদিন বিকেলে তার স্ত্রী শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ২০১৮ সালে সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগপত্র দাখিলের পরের বছর ২০১৯ সালের ১৩ অক্টোবর ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক মুজিবুর রহমান নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য বাংলাদেশ সেনাবাহিনীর চাকরিচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হকসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

অভিযুক্তরা হলেন- মইনুল হাসান শামীম, মো. আ. সবুর, খাইরুল ইসলাম, আবু সিদ্দিক সোহেল, মো. মোজাম্মে, শেখ আব্দুল্লাহ, সেনাবাহিনীর চাকরিচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হক এবং আকরাম হোসেন। এদের মধ্যে মেজর জিয়াউল হক এবং আকরাম হোসেন।

আরও পড়ুন