আন্তর্জাতিক, আরব

'দীর্ঘ মেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত ইয়েমেন; আঘাত হবে আরও ভয়াবহ'

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ৭ই অক্টোবর ২০১৯ ০২:৫২:৫২ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে দীর্ঘ মেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে ইয়েমেন; বলেছেন দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ আব্দুল কারিম আল ঘামারি।

সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে দীর্ঘ মেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে ইয়েমেন; বলেছেন দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ আব্দুল কারিম আল ঘামারি। লেবাননের আলমানার টেলিভিশন জানায়।

তিনি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, সৌদি আরব আগ্রাসন অব্যাহত রাখলে ভবিষ্যতে আমাদের পাল্টা আঘাত হবে আরও ভয়াবহ। সে জন্য সশস্ত্র বাহিনী দেশ রক্ষায় পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও তিনি জানান।

আল-ঘামারি আরও বলেন, আগ্রাসন বন্ধ ও অবরোধ প্রত্যাহারের মাধ্যমেই কেবল শান্তি প্রতিষ্ঠা সম্ভব। আমাদের অব্স্থানের পরিবর্তন হবে না, কারণ যেকোনো বিদেশি আগ্রাসনের মোকাবেলায় নিজেকে রক্ষার অধিকার ইয়েমেনের রয়েছে।

তিনি বলেন, আরও বেশি মার্কিন ও ব্রিটিশ অস্ত্র এনে লাভ হবে না। এর ফলে আগ্রাসীদের আরও বেশি অর্থ ও শক্তি অপচয় হবে।

প্রসঙ্গত, ২০১৫ সালের মার্চ থেকে সৌদি আরবের নেতৃত্বে ইয়েমেনে আগ্রাসন চলছে। এর ফলে লাখ লাখ ইয়েমেনি হতাহত ও বাস্তুহারা হয়েছেন। ইয়েমেনও পাল্টা প্রতিরোধ মূলক অবস্থান গড়ে তুলেছে এবং গত কয়েক মাস ধরে সৌদি আরবের ভেতরে বিশেষ করে ড্রোন হামলা জোরদার করেছে।

আরও পড়ুন