অপরাধ

দুদকের মামলায় গ্রেপ্তার দেখাতে কারাগারে বরখাস্ত ওসি প্রদীপ

চট্টগ্রাম প্রতিনিধি

ডিবিসি নিউজ

শনিবার ১২ই সেপ্টেম্বর ২০২০ ০১:৩৯:৩১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

প্রায় চার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখাতে কারাগারে নেয়া হয়েছে টেকনাফ থানার সাবেক ওসি এবং সিনহা হত্যা মামলার আসামি প্রদীপ কুমার দাশকে।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে, কড়া নিরাপত্তায় প্রদীপকে চট্টগ্রাম কারাগারে আনা হয়েছে। এই মামলার প্রধান আসামি প্রদীপের স্ত্রী চুমকি। ওসি প্রদীপ এ মামলায় দ্বিতীয় আসামি। ঘটনার পর থেকে তার স্ত্রী পলাতক রয়েছে। তিনি যাতে দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারে ব্যবস্থা নিতে পুলিশ সদর দপ্তরে চিঠি দিয়েছে দুদক।

দুদকের আইনজীবি জানান মাহমুদুল হক মাহমুদ জানান, দুদকের দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য গত ২৭ আগস্ট মহানগর সিনিয়র স্পেশাল দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে আবেদন করা হয়েছে। আদালত আগামী ১৪ সেপ্টেম্বর আবেদনের ওপর শুনানির দিন ধার্য করা হয়েছে।

এ পর্যন্ত অবসরপ্রাপ্ত সিনহা নিহতের ঘটনার পর ওসি প্রদীপের বিরুদ্ধে বন্দুকযুদ্ধের নামে হত্যার অভিযোগ, সাংবাদিক নির্যাতনের দায়ে ও দুর্নীতির অভিযোগে মোট ১৩টি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন