খেলাধুলা, ক্রিকেট

'দেশের সব ধরনের ক্রিকেট অনির্দিষ্টকালের জন্য স্থগিত'

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৯শে মার্চ ২০২০ ০২:৩৮:৪৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

১৫ই এপ্রিলের আগে ডিপিএল শুরু করার কোন সুযোগ নেই।

করোনা সংক্রমণের ঝুঁকি এড়োতে দেশের সব ধরনের ক্রিকেট কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত। আর ১৫ই এপ্রিলের আগে ডিপিএল শুরু করার কোন সুযোগ নেই বলে জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বৃহস্পতিবার, বিসিবিতে জরুরি সভা শেষে এসব কথা জানান তিনি।

ঢাকা প্রিমিয়ার লিগের ২য় রাউন্ডের খেলা হওয়ার কথা ছিল ১৮ ও ১৯ মার্চ। কিন্তু করোনা পরিস্থিতির কারণে প্রাথমিকভাবে স্থগিত করা হয়েছিল ২য় রাউন্ডের খেলা। এরই মাঝে বুধবার সিসিডিএম জানায় সরকারের নির্দেশ অনুযায়ী অনন্ত ৩১ মার্চ পর্যন্ত ডিপিএলে বন্ধ রাখতে চায় তারা। এ ব্যাপারে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিতেই আজ বোর্ডে পরিচালকদের সঙ্গে জরুরি সভায় বসেন সভাপতি নাজমুল হাসান পাপন। সেখানেই সিদ্ধান্ত আসে ডিপিএল এবং দেশের ক্রিকেটের অন্য কার্যক্রমের ব্যাপারেও।

দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় ঝুঁকি এড়াতে মধ্য এপ্রিলের আগে কোনভাবেই ডিপিএল শুরু করা সম্ভব নয় বলে জানিয়েছেন নাজমুল হাসান পাপন।  
 

আরও পড়ুন