বাংলাদেশ, জাতীয়

দেশের ৮ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব চালু

Faruque

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৭ই ডিসেম্বর ২০২১ ০৯:৩০:০৫ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

শিক্ষার্থীদের মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ভিত্তিক দক্ষতা বাড়াতে দেশজুড়ে প্রায় আট হাজার শিক্ষা প্রতিষ্ঠানে তৈরি করা হয়েছে শেখ রাসেল ডিজিটাল ল্যাব। সরকারের লক্ষ্য, ২০২৫ সালের মধ্যে দেশের ১ লাখ ৭০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ফাইবার অপটিক্যাল লাইন সংযোগের মাধ্যমে এই ল্যাব ছড়িয়ে দেয়া।

রাজশাহীর রিইভার ভিউ কালেক্টরেট স্কুল। ডিজিটাল বাংলাদেশে অগ্রগতির পথে প্রথাগত শিক্ষন পদ্ধতির পাশাপাশি ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি। 

শিক্ষার্থীরা জানায়, ডিজিটাল মাধ্যমে শিক্ষাদানে তারা হাতেকলমে সব কিছু শিখতে পারছেন। আরো মনোযোগী হতে পারছেন। 

প্রযুক্তিভিত্তিক জ্ঞানার্জনে আওয়ামী লীগ সরকারের যে লক্ষ্য তা বাস্তবায়নে দেশজুড়ে গড়ে উঠেছে শেখ রাসেল ডিজিটাল ল্যাব। 

প্রশিক্ষকরা ডিজিটাল মাধ্যমে শিক্ষা দিতে পেরে আরো বেশি উৎফুল্ল। 

শুধু মাধ্যমিক থেকে কলেজ পর্যায়েই নয়, প্রাথমিক শিক্ষাস্তরেও প্রযুক্তি জ্ঞান ছড়িয়ে দিতে কাজ করছে সরকার।
 
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, ২০২৫ সালের মধ্যে প্রায় পৌনে দুই লাখ শিক্ষাপ্রতিষ্ঠান এবং অন্যান্য সরকারী দপ্তরগুলো ফাইবার অপটিক্যালের আওতায় আনা হবে। 

এখন দেশের প্রায় আট হাজার স্কুল ও কলেজে আছে শেখ রাসেল ডিজিটাল ল্যাব।

আরও পড়ুন