বাংলাদেশ, জাতীয়

দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২০০ ছাড়ালো

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

বুধবার ৮ই এপ্রিল ২০২০ ০৪:৪৭:১০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মরণঘাতী করোনায়ভাইরাসে এ পর্যন্ত দেশে আক্রান্তের সংখ্যা ২০০ ছাড়ালো। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২১৮ জনে।

গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৩ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৪ জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২১৮ জনে।

আজ বুধবার (৮ই এপ্রিল) দুপুরে করোনাভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সারাদেশে ৯৮১টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পরীক্ষা করে ৫৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে কেউ গত ২৪ ঘণ্টায় সুস্থ হননি।

এর আগে মঙ্গলবার (৭ই এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, ২৪ ঘণ্টায় দেশে আরও ৪১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও পাঁচজন।

ভাইরাসটিতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে ভাইরাস শনাক্ত হয়েছে ৪ লাখ ৫ হাজার ৪৯ জনের শরীরে। সেখানে মারা গেছেন ১৪ হাজার ৫৫৫ জন।

স্পেনে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৬৯০ জন এবং মারা গেছেন ১৪ হাজার ৫৫৫ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৫৮৬ জন এবং মারা গেছেন ১৭ হাজার ১২৭ জন।

বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৪৭ হাজার ছাড়িয়েছে। ২০৯টি দেশে ছড়িয়ে পড়া এ ভাইরাস এখন পর্যন্ত ৮৪ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।

আরও পড়ুন