আন্তর্জাতিক, সাহিত্য

দ্বিতীয়বার পুলিৎজার জিতে ইতিহাস গড়লেন হোয়াইটহেড

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

বুধবার ৬ই মে ২০২০ ০৫:৫০:২৪ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দ্বিতীয়বার ফিকশনে পুলিৎজার পুরস্কার জিতে ইতিহাস গড়লেন যুক্তরাষ্ট্রের লেখক কলসন হোয়াইটহেড।

'দ্য নিকেল বয়েজ' উপন্যাসের জন্য ফিকশনে এবার পুলিৎজার পেলেন আফ্রিকান বংশোদ্ভূত এই মার্কিন লেখক। উপন্যাসটিতে ফ্লোরিডার এক সংশোধনাগারে কৃষ্ণাঙ্গ কিশোরদের নির্যাতনের কথা উঠে এসেছে।

এর আগে, ২০১৭ সালে একই বিভাগে পুলিৎজার পান হোয়াইটহেড। সোমবার পুরস্কারের অ্যাডমিনিস্ট্রেটর সাংবাদিক ডানা ক্যানেডি তার বাড়িতে বসে ২০২০ সালের পুরস্কারজয়ীদের নাম ঘোষণা করেন। এ বছর সাংবাদিকতায় সর্বোচ্চ তিনটি পুরস্কার জিতেছে নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিকরা। এছাড়া জনস্বার্থে সাংবাদিকতা ক্যাটাগরিতে যৌথভাবে পুলিৎজার পেয়েছে প্রোপাবলিকা ও অ্যাংকরেজ ডেইলি।

হংকং বিক্ষোভের ছবির জন্য 'ব্রেকিং নিউজ ফটোগ্রাফি' ক্যাটাগরিতে পুরস্কার জিতেছেন রয়টার্সের একজন আলোকচিত্রী। অডিও রিপোর্টিং ক্যাটাগরিতে পুলিৎজার পেয়েছে 'দিস আমেরিকান লাইফ' নামের একটি রেডিও অনুষ্ঠান।

আরও পড়ুন