বিনোদন, হলিউড

দ্বিতীয়বার বিয়ে করলের জাস্টিন বিবার

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১লা অক্টোবর ২০১৯ ০৫:০২:৪৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পপ গায়ক জাস্টিন বিবার স্ত্রী হেইলি বাল্ডউইনকেই দ্বিতীয়বারের মতো বিয়ে করলেন।

পপ গায়ক জাস্টিন বিবার স্ত্রী হেইলি বাল্ডউইনকেই দ্বিতীয়বারের মতো বিয়ে করলেন। সোমাবার সাউথ ক্যালোলিনাতে তাদের জাকজমকপূর্ণ এ বিয়ে অনুষ্ঠিত হলো। পরিবার এবং বন্ধুবান্ধবদের জন্যই মূলত বিবার-হেইলি এ বিগ ফ্যাট বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেন।

তরুন-তরুনীর হার্টথ্রব গায়ক বিবার গত বছরের ১৩ই সেপ্টেম্বরে নিউ ইয়র্কে কোর্ট ম্যারেজ করলেও তার বিয়ে নিয়ে আগ্রহের কমতি ছিল না কারোরই। আর তাইতো আবারও বিশাল আয়োজন করে অনুষ্ঠানিকভাবে বিয়ে করলেন এ দম্পতি।  

 

পিপলস ম্যাগাজিন জানায়, সোমবার মন্টেজ প্যালমেটো ব্লাফ রিসর্টে এ বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। সামারসেট চ্যাপেলে ১৫৪ জন অতিথীর উপস্থিতীতে আবারও বিয়ের মন্ত্র পাঠ করলেন এ দম্পতি। এরপর অতিথিদের জন্য উইলসন বলরুমে একটি ককটেল পার্টির আয়োজন করা হয়।

কেন্ডাল জেনার, জোয়ান স্মলস, ক্যামিলা মরোনের মতো নামিদামি সব তারকারা উপস্থিত ছিলেন বিয়েতে। বিবার-হেইলির জন্য গান পরিবেশন করেন গ্র্যামি বিজয়ী কানাডিয়ান গায়ক ড্যানিয়েল সিজার।

 

আরও পড়ুন