আন্তর্জাতিক, ইউরোপ

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সর্বোচ্চ ঋণ নিয়েছে যুক্তরাজ্য সরকার

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

সোমবার ২৬শে এপ্রিল ২০২১ ১২:১৪:৪৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনা মহামারিতে দেশের অর্থনীতি চাঙা রাখতে প্রচুর ঋণ করতে হচ্ছে যুক্তরাজ্য সরকারকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যা সবচেয়ে বেশি।  

জাতীয় পরিসংখ্যান অফিস জানিয়েছে, সরকারের কর থেকে আয় ও ব্যয়ের মধ্যে পার্থক্য মার্চে এসে পৌঁছেছে ৩০ হাজার ৩০০ কোটি পাউন্ডে। আগের বছরের সঙ্গে ঋণের পার্থক্য প্রায় ২৫ হাজার কোটি পাউন্ড। শুধু মার্চে ঋণ ছিলো ২ হাজার ৮০০ কোটি পাউন্ড।  যা অতীতের যে কোনো এই সময়ের চেয়ে সর্বোচ্চ।  

বিবিসির বিশ্লেষণে বলা হচ্ছে, সরকার একই সঙ্গে ৩০ হাজার ৩০০ কোটি পাউন্ড ঋণ নিতে চাইছে, এটি রেকর্ড।  পাশাপাশি এমন সিদ্ধান্ত কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে। কারণ মহামারিতে সরকার সাধারণ মানুষকে আরো বেশি সহায়তা করতে চাইছে। 

আরও পড়ুন