উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

দ্বিতীয় রাউন্ডের আগে জায়ান্টদের শেষ লড়াই

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

বুধবার ১১ই ডিসেম্বর ২০১৯ ১০:৪০:৫০ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চ্যাম্পিয়ন্স লিগে বুধবার রাতে আছে আটটি ম্যাচ।

রাত দুইটায় পিএসজির প্রতিপক্ষ গ্যালাতাসারে। একই সময় ক্লাব ব্রুগার মাঠে খেলবে রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের সামনে টটেনহ্যাম। খেলা আছে ম্যানসিটি, য়্যুভেন্তাস আর আতলেতিকো মাদ্রিদেরও। তাদের খেলা যথাক্রমে ডায়নামো জেগরেব, বায়ার লেভার্কুসেন ও লোকোমোটিভ মস্কোর সঙ্গে।

ইতিমধ্যেই নিশ্চিত হয়ে গেছে রাউন্ড অফ সিক্সটিনের চৌদ্দ দল। আজ পাওয়া যাবে বাকি দুই দল। ঘরের মাঠে পিএসজি আতিথ্য দেবে তার্কিশ ক্লাব গালাতাসারেকে। ইতিমধ্যেই শেষ ষোলর টিকিট কেটে ফেলেছে নেইমার-এমবাপ্পেরা। শুধু তাই না রিয়ালকে ছাপিয়ে গ্রুপ সেরা হওয়াও নিশ্চিত। কোচ টমাস টুখেল তাই বিশ্রাম দিতে পারেন সেরা তারকাদের।

একই কাজ করতে পারের রিয়ালের জিনেদিন জিদানও। কেননা, জিতুক বা হারুক দ্বিতীয় হয়েই পরের পর্বে খেলবে মাদ্রিদ। সে কারণেই সেরা একাদশ না খেলিয়ে বেঞ্চের খেলোয়াড়দের সুযোগ দেয়া হবে ক্লাব ব্রুগার মাঠে।

আরও পড়ুন