আন্তর্জাতিক, ভারত

ধরণায় বসে ছবি এঁকেছেন মমতা

আবু বকর

ডিবিসি নিউজ

বুধবার ১৪ই এপ্রিল ২০২১ ১২:৩১:১১ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রচারে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা দেয়ার প্রতিবাদে ধরণায় বসেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দোপাধ্যায়।

মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুর ১২টায় কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে ধরণায় বসেন মমতা।

প্রায় তিনঘণ্টা পর ধরণা প্রত্যাহার করে নেন মমতা।  এসময় তার সঙ্গে ছিল না দলীয় নেতাকর্মীরা। ধরণায় বসে রঙ তুলি দিয়ে বেশ কয়েকটি ছবি আঁকেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

এদিকে, গুজরাটের লোকদের বাংলা দখল করতে দেবেন না বলে গান্ধীজির ভাস্কর্যের নিচে ধরণায় বসেছেন মমতা- এমন মন্তব্য করেছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।

এর আগে সোমবার নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মমতা বন্দোপাধ্যায়ের প্রচারে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা দেয় ভারতের নির্বাচন কমিশন। আর উস্কানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে শুভেন্দু অধিকারীকেও নোটিশ দেয়া হয়।

আরও পড়ুন