ধর্ম, জাতীয়

ধর্মীয় বিভেদ তৈরির আশঙ্কায় মসজিদে নামাজ বন্ধ করছে না সরকার: ধর্মপ্রতিমন্ত্রী

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

বুধবার ২৫শে মার্চ ২০২০ ১১:৩৭:২৮ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনাভাইরাসের কারণে মসজিদে জামাতের সঙ্গে নামাজ আদায় ঝুঁকিপূর্ণ হলেও বিভেদের আশঙ্কায় জামাত বন্ধের ঘোষণা দিচ্ছে না সরকার।

করোনাভাইরাসের মসজিদে জামাতের সঙ্গে নামাজ আদায় ঝুঁকিপূর্ণ হলেও ধর্মীয় বিভেদ তৈরির আশঙ্কায় মুসল্লীদের মসজিদে যেতে মানা করতে পারছে না সরকার। বুধবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেছেন ধর্মপ্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।

মূল হজ্জ্ব পেছানোর আশঙ্কা উড়িয়ে দিয়ে তিনি জানান, এখনো ৩ মাস সময় রয়েছে সিদ্ধান্ত নেবার। ইতিমধ্যে ৬৫ হাজার পাসপোর্ট নিবন্ধনের জন্য জমা হয়েছে। পরিস্থিতি অনুযায়ী পরবর্তী নির্দেশনা দেয়া হবে বলেও উল্লেখ করেন ধর্মপ্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহ।

আরও পড়ুন