আন্তর্জাতিক, বিনোদন, ভারত, বলিউড

'ধর্ষকদের সঙ্গে চার দিন তাকে জেলে রাখা উচিত'

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

শুক্রবার ২৪শে জানুয়ারী ২০২০ ১১:৫৫:১০ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দিল্লি গণধর্ষণ মামলায় মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত চার আসামিকে ক্ষমা করে দেয়ার জন্য নির্ভয়ার বাবা-মাকে অনুরোধ জানিয়ে তোপের মুখে পড়েছেন প্রবীণ আইনজীবী ইন্দিরা জয়সিংহ। এ বার ইন্দিরার বিরুদ্ধে একহাত নিলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত।

ইন্দিরার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে কঙ্গনা বলেন, 'ওই মহিলাকে ওই সব ধর্ষকদের সঙ্গে চার দিন জেলে রেখে দেওয়া উচিত। কী রকম মহিলা উনি যে নাকি ধর্ষকদের প্রতি সমব্যথী? তার মতো মহিলারাই রাক্ষসের জন্ম দেন।'

এখানেই থামেননি কঙ্গনা। তিনি আরও বলেন, 'আমার মনে হয় না ধর্ষকদের এ ভাবে চুপচাপ মারা উচিত। এ ভাবে মেরে ফেলে কোনও ফায়দা নেই। ধর্ষকদের জনসমক্ষে প্রকাশ্যে রাস্তার উপর ঝোলানো উচিত।'

গত শুক্রবার ভারতের সাবেক প্রধানমন্ত্রী কংগ্রেস নেতা রাজীব গান্ধির খুনিকে ক্ষমা করে দেওয়ার প্রসঙ্গ তুলে ইন্দিরা টুইটারে নির্ভয়ার মাকে বলেন, 'আমরা আপনার কষ্ট বুঝতে পারছি। আপনার সঙ্গেই রয়েছি। তবে সনিয়া গান্ধি যেমন রাজীব গান্ধির আততায়ী নলিনীকে ক্ষমা করেছিলেন, সেই রকম নির্ভয়ার মায়েরও উচিত ধর্ষকদের ক্ষমা করে দেওয়া।'

এর প্রেক্ষিতে আশা দেবী সংবাদমাধ্যমের সামনেই কান্নায় ভেঙে পড়ে বলেছিলেন, 'কে ইন্দিরা জয়সিংহ? উনি আমাকে পরামর্শ দেয়ার কে? গোটা দেশ যখন ধর্ষকদের ফাঁসি চাইছে, তখন বুঝতে পারছি, তার (ইন্দিরা জয়সিংহ) মতো কয়েক জনের জন্যই ধর্ষিতারা এ দেশে যথাযথ বিচার পান না।'

নির্ভয়ার মা এও জানান, টানা সাত বছর ধরে মামলা চলার সময় সুপ্রিম কোর্টে প্রবীণ অ্যাডভোকেট ইন্দিরা জয়সিংহের সঙ্গে তার বেশ কয়েক বার দেখা হয়েছে। কিন্তু কী ভাবে দিন কাটাচ্ছেন তিনি, তা এক বারও জানতে চাননি ইন্দিরা।

তার কথায়, 'ধর্ষকদের পক্ষ নিয়েই তাদের (ইন্দিরা জয়সিংহ) রোজগার হয়। তাই ধর্ষণের ঘটনা ভারতে বন্ধ হয় না।'  এ বার নির্ভয়ার মায়ের সুরেই ইন্দিরার বিরুদ্ধে তোপ দাগলেন কঙ্গনা। 

আরও পড়ুন