আন্তর্জাতিক, হলিউড

ধর্ষণে দোষী সাব্যস্ত হলিউড প্রযোজক হার্ভে উইনস্টেইন

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৫শে ফেব্রুয়ারি ২০২০ ১০:৫৬:৫৩ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যৌন হয়রানি ও ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত হলেন হলিউড প্রযোজক হার্ভে উইনস্টেইন।

সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জুরি বোর্ড তাঁকে দোষী সাব্যস্ত করেছেন। বিশ্বজুড়ে ‘মি টু’ আন্দোলনের ঘটনায় এই প্রথম কোন ক্ষমতাশালী ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হলো।

৬৭ বছর বয়সী হার্ভের বিরুদ্ধে সাবেক প্রযোজনা সহকারী মিমি হ্যালেইকে যৌন নির্যাতন এবং অভিনেত্রী জেসিকা মানকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়েছে। আগামী ১১ই মার্চ তাঁর সাজা শোনানো হবে । তার সর্বোচ্চ ২৫ বছরের কারাদণ্ড হতে পারে।

হলিউড অভিনেত্রী সালমা হায়েক, উমা থারমানসহ ৮০ জন নারী তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন। গত ৬ই তার বিরুদ্ধে অভিযোগের বিচার শুরু করে নিউইয়র্কের আদালতে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, সোমবার নিউইয়র্কের একটি জুরি বোর্ড বলেছেন, যৌন নির্যাতনের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন হার্ভে উইনস্টেইন। আর এর ফলে ‘মি টু’ আন্দোলনের জন্য এটি একটি বিজয় হিসেবে দেখা হচ্ছে।

আরও পড়ুন