আইন ও কানুন

ধর্ষণ মামলায় ৪ শিশুকে কারাগারে: বিচারককে হাইকোর্টের শাস্তি

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

রবিবার ১৩ই জুন ২০২১ ০৬:৩০:৫১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

এক শিশুকে ধর্ষণের ঘটনায় চার শিশুকে আসামি করে মামলা দিয়ে গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর দায়ে বরিশালের বাকেরগঞ্জের থানার ওসিসহ চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ।

গেল বছরের ৮ অক্টোবর বরিশালের বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়নে ধর্ষণ মামলায় চার শিশুকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়। বরিশালের তখনকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেস্ট মোহাম্মদ এনায়েতউল্লাহ চার শিশুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ ঘটনা গণমাধ্যমে প্রচার হলে ওই রাতেই হাইকোর্টের দুই বিচারপতি একটি বেঞ্চ চার শিশুকে মুক্তি দেয়ার নির্দেশ দেন। একই সাথে বাকেরগঞ্জ থানার ওসি, বিচারক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের তলব করে হাইকোর্ট।

১১ অক্টোবর হাইকোর্টে হাজির হয়ে বিচারক এনায়েতউল্লাহ ও বাকেরগঞ্জ থানার ওসিসহ পুলিশ সদস্যরা নিঃশর্ত ক্ষমা চান।

আট মাস পর রবিবার (১৩ জুন) বিচারপতি মোহাম্মদ মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে দেয়া রুলের নিষ্পত্তি করে রায় দেন। এতে ঘটনায় জড়িত বাকেরগঞ্জ থানার তখনকার ওসি আবুল কালামসহ সাত পুলিশকে বরখাস্ত করতে আইজিপিকে নির্দেশ দেয়া হয়েছে।

চার শিশুর বিষয়ে যথাযথ ভূমিকা না নেয়ায় বাকেরগঞ্জ উপজেলার তখনকার সমাজসেবা কর্মকর্তাকে বরখাস্ত করে বিভাগীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া শিশু আইনে পুলিশের ভূমিকা সম্পর্কে প্রজ্ঞাপন জারি করতে নির্দেশ দেয়া হয়েছে। 

আরও পড়ুন