বিনোদন, ফুটবল

নজর কেড়েছেন বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের উপস্থাপক কারিশমা কোটাক

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

সোমবার ২০শে জানুয়ারী ২০২০ ০৯:০৭:২৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কারিশমা কোটাক, একাধারে টিভি উপস্থাপিকা, ক্রীড়াভাষ্যকার ফুটবল প্রেমী ও অভিনেত্রী। ঢাকায় এসেছেন বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবলের টিভি উপস্থাপিকা হিসেবে।

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের উদ্বোধনী দিন থেকে টিভি দর্শকদের নজর কেড়েছেন বৃটিশ তরুণী কারিশমা কোটাক। ঢাকার মাঠে টুর্নামেন্টের টিভি উপস্থাপিকা হিসেবে কাজ করছেন এই ইংলিশ কন্যা। কারিশমা বাংলাদেশের অভিভাবকদের আহ্বান জানিয়েছেন, সন্তানদের ফুটবল মাঠে পাঠানোর। বিশ্বব্যাপি শান্তি প্রতিষ্ঠায় ফুটবলের বিকল্প নেই বলেও জানিয়েছেন সবশেষ আইসিসি বিশ্বকাপ ক্রিকেটের এই উপস্থাপক।

অভিনয়ের পাশাপাশি বছর সাতেক আগে স্পোর্টস কমেন্ট্রি নিয়ে কাজ শুরু করেন কারিশমা। মূলত খেলাধুলাকে ভালবেসেই এ পথে চলা শুরু। বিশেষ সাক্ষাৎকারে ডিবিসি নিউজকে কারিশমা কোটাক বলেন, 'বাংলাদেশে প্রথম এলাম। ভালো লাগছে দেশটা। আসলে আগে অভিনয় করতাম। বলিউডে কয়েকটা সিনেমাও করেছি। সালমান খানের সাথে বিগবসে কাজ করেছি। এখন খেলাধুলার সঙ্গে কাজ করছি। আমি এটা বেশ ইনজয় করি।'

বাংলাদেশে এসে অভিভূত কারিশমা। বাংলাদেশের মানুষের ফুটবলপ্রেম দেখে ক্রিকেট বক্সিং এর পাশাপাশি এখন থেকে নিয়মিত ফুটবলে কাজ করতে চান তিনি। কারিশমা আরও বলেন, 'আগে ক্রিকেট বক্সিংসহ অন্যান্য খেলার উপস্থাপনা করতাম। কে স্পোর্টস এর মাধ্যমে ফুটবলে এলাম। বঙ্গবন্ধুর নামে টুর্নামেন্টে। ভাবছি এখন থেকে ফুটবলের সঙ্গেই থাকবো।'

বিশ্বজুড়ে শিশুদের কম্পিউটার আর মোবাইল ফোন আসক্তি যখন নতুন সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে, তখন মা-বাবার প্রতি আহ্বান জানিয়ে কারিশমা জানান, 'বিশ্বময় যুদ্ধ, বিভেদ, দন্দ্ব চলছেই। কিন্তু, ফুটবলে মানে খেলাধুলায় কোন দন্দ্ব নেই। তাই, আমি মা-বাবাদের বলবো আপনার সন্তানকে খেলাধুলার সুযোগ দিন। বিশেষ করে ফুটবলে। কারণ, খেলাধুলায় পারে আপনার সন্তানকে সুনাগরিক বানাতে।'

আরও পড়ুন