খেলাধুলা, ফুটবল

নতুন তারিখ চেয়ে এএফসিকে চিঠি দিয়েছে আবাহনী

আবু বকর

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৩ই এপ্রিল ২০২১ ০৯:৫৭:২৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশে লকডাউন শুরু হওয়ায় এএফসি ক্লাব কাপের ম্যাচ খেলতে নিরপেক্ষ ভেন্যু নেপালে যেতে পারছে না ঢাকা আবাহনী।

মালদ্বীপ ইগলসের সঙ্গে ২১ এপ্রিলের ম্যাচটির জন্য নতুন প্রস্তাব দিয়ে এএফসিকে চিঠি পাঠিয়েছে ঢাকার জায়ান্টরা।

১৪ এপ্রিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবার কথা ছিল এএফসি ক্লাব কাপের প্রাক-বাছাই পর্বে ঢাকা আবহনীর হোম ম্যাচ। কিন্তু বাংলাদেশের করোনা পরিস্থিতির কারণে ম্যাচ চলে যায় নিরপেক্ষ ভেন্যু নেপালে। তারিখ নির্ধারিত হয় ২১ এপ্রিল। দেশে লকডাউন শুরু হওয়ায় নেপালে যেতেও পারছে না আবাহনী।

ঢাকা আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাশ রুপু বলেন, 'বিমান চলাচলে নিষেধাজ্ঞা থাকায় ২১ তারিখের ম্যাচটি অনেকটাই আনিশ্চিত। সেকারণে আমরা এএফসিকে ভিন্ন উপায় বের করার জন্য অনুরোধ করেছি।'

নতুন প্রস্তাব দিয়ে এএফসিকে চিঠি পাঠিয়েছে আবাহনী। আগামী মাসে এএফসি ক্লাব কাপের বাছাইপর্ব রয়েছে। তার আগে সেন্ট্রাল কোন ভেন্যু নির্ধারণ করে ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছে আবাহনী।

বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, 'এখানে বাংলাদেশ, ভারত এবং মালদ্বীপের ক্লাবগুলোকে নিয়ে আগামী মাসে সুবিধাজনক স্থানে কোন খেলার আয়োজন করা যায় কিনা তা নিয়ে কাজ করছি।'

তবে খেলা সামনে রেখে নিয়মিত অনুশীলনে প্রস্তুতি সারছে ঢাকা আবাহনী। জানা গেছে ম্যাচ যেখানেই হোক মানসিকভাবে তৈরি আছেন ফুটবলাররা।

আরও পড়ুন