আন্তর্জাতিক, এশিয়া, বিজ্ঞান ও প্রযুক্তি

নতুন স্পেস স্টেশন তৈরিতে প্রথমবারের মত মডিউল পাঠালো চীন

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৯শে এপ্রিল ২০২১ ০১:৪২:০৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নতুন স্থায়ী স্পেস স্টেশন তৈরিতে প্রথমবারের মত মডিউল পাঠালো চীন। মহাকাশে অবস্থানরত চীনের স্পেস স্টেশন তিয়ানহের ক্রুদের জন্য ওয়েনচাং স্পেস লন্স সেন্টার থেকে লং মার্চ ৫বি নামের রকেটটি পাঠানো হলো।

২০২২ সালের মধ্যে নতুন স্থায়ী স্পেস স্টেশন চালু করার পরিকল্পনা রয়েছে চীনের। বর্তমানে মহাকাশ কক্ষপথে অবস্থিত একমাত্র আন্তজার্তিক স্পেস স্টেশন- আইএসএস থেকে চীনকে বাদ দেয়া হয়েছিল। তাই একাই স্পেস স্টেশন গড়তে যাচ্ছে চীন।

বর্তমান কক্ষপথে অবস্থিত একমাত্র স্পেস স্টেশনটি আইএসএস  রাশিয়া, যুক্তরাষ্ট, কানাডা, ইউরোপ এবং জাপান সহোযোগিতায় নিয়ন্ত্রিত। কিন্তু ২০২৪ সালের পর আইএসএস অবসরে যাবে। তখন মহাকাশের একমাত্র স্পেস স্টেশন থাকবে তিয়ানহে। স্বর্গ সদৃশ তিয়ানহে দশ বছরের জন্য চালু হতে যাচ্ছে।

আগামী বছরের মধ্যে স্টেশনটির কাজ সম্পন্ন করতে এরকম আরো দশটি মডিউল পাঠাবে বেইজিং। যা ৩৪০ কিলোমিটার থেকে ৪৫০ কিলোমিটার পর্যন্ত প্রদক্ষিণ করতে পারবে।

আরও পড়ুন