জেলার সংবাদ, ফুটবল

নরসিংদীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

নরসিংদী প্রতিনিধি

ডিবিসি নিউজ

সোমবার ২৫শে জানুয়ারী ২০২১ ০১:০১:৪৬ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনার কারণে বন্ধ খাকা নরসিংদী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০ এর ফাইলাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এবছর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে পলাশ উপজেলা।

রবিবার বিকেলে, মুসলেহ উদ্দীন ভূঁইয়া জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ১-০ গোলে নরসিংদী সদর উপজেলাকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে একমাত্র গোলটি করেন ঘানার স্ট্রাইকার ডায়মন্ড আদিয়াফে।
 
খেলাশেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন শিল্পমন্ত্রী ও নরসিংদী-৪ এর সংসদ সদস্য অ্যাড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। ট্রফি ছাড়াও চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে যথাক্রমে এক লাখ ও ৫০ হাজার টাকা অর্থ পুরস্কার দেয়া হয়।

আরও পড়ুন