রাজনীতি, জেলার সংবাদ, অপরাধ

নাইক্ষ্যংছড়িতে নির্বাচনি সহিংসতায় ২ জন নিহত

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

সোমবার ১৪ই অক্টোবর ২০১৯ ০৮:০৮:১০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে বান্দরবানের ঘুমধুম ইউনিয়নে নির্বাচনি সহিংসতা।

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ হয়েছে আজ। ইউপি নির্বাচনে ভোটগ্রহণের সময় ঘুমধুম ইউনিয়নের ফাতরা ঝিরিতে নির্বাচনি সহিংসতায় মংচিং চা তঞ্চঙ্গ্যা (৪০) নামে যুবক নিহত হয়েছেন। সোমবার বিকাল ৩টার দিকে ঘুমধুমের ফাতরা ঝিরি এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে জালভোট দেয়া নিয়ে দুই ইউপি সদস্য প্রার্থী আসমত আলী এবং বাবুল তঞ্চঙ্গ্যার সমর্থকরা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এ খবর ছড়িয়ে পড়লে দুই গ্রুপ সহিংসতায় জড়িয়ে পরে। এ সহিংসতায় মংচিং চা তঞ্চঙ্গ্যা ঘটনাস্থলেই মারা যান। সহিংসতায় আহত আরেকজনকে উদ্ধার করে উখিয়া হাসপাতালে নেয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন