বাংলাদেশ, জেলার সংবাদ

নাটোরে ছিনতাইকারীর হামলায় সার ব্যবসায়ীর মৃত্যু

নাটোর প্রতিনিধি

ডিবিসি নিউজ

রবিবার ২২শে নভেম্বর ২০২০ ০১:৩৬:২৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নাটোরের নলডাঙ্গা ছিনতাইকারীর হামলায় আহত অরুণ শর্মা (৬০) নামে সার ব্যবসায়ী মারা গেছেন।

শনিবার (২১শে নভেম্বর) রাত সাড়ে এগারোটার দিকে রাজশাহী নেয়ার পথে এ্যাম্বুলেন্সেই তিনি মারা যান। অরুণ শর্মা নলডাঙ্গা পৌর এলাকার সোনাপাতিল মহল্লার মৃত কালীমোহন শর্মার ছেলে।

অরুণ শর্মার পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে আটটার দিকে নলডাঙ্গা বাজারে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী অরুণ শর্মা।

রাত সাড়ে আটটার দিকে নলডাঙ্গা পৌরসভার জামতলি কালভার্ট এলাকায় পৌঁছালে ওত পেতে থাকা ছিনতাইকারীরা তাকে পিছন দিক থেকে শক্ত কোন একটা কিছু দিয়ে মাথায় আঘাত করে।

এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে ছিনতাইকারীরা তার কাছে থাকা টাকার ব্যাগ নিয়ে দ্রুত পালিয়ে যায়। তার চিৎকারে এলাকাবাসী সেখানে পৌঁছে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত সাড়ে এগারোটার দিকে অ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়।

আরও পড়ুন