জেলার সংবাদ, ভ্রমণ, কোথায় বেড়াবো

নানা সমস্যায় পর্যটকশূন্য হরিণঘাটা-লালদিয়া

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

সোমবার ২রা মার্চ ২০২০ ০৫:২১:১১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অবকাঠামোগত সমস্যা, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা এবং আবাসনের অভাবে প্রায় পর্যটকশূন্য হয়ে পড়েছে বরগুনার হরিণঘাটা ও লালদিয়া পর্যটনকেন্দ্র। ভ্রমণে এসে নানা ভোগান্তির শিকার হয়ে অনেকটা হতাশা হয়ে ফিরে যাচ্ছেন পর্যটকরা।

একদিকে সমুদ্র অন্যদিকে সুন্দরবনের কোলঘেঁষা হরিণঘাটা বন। আবার বনের মাঝে আকাঁবাকা ওয়াক ওয়ে পেরিয়ে দেখা মেলে গভীর অরণ্যের। সেখান থেকে ট্রলারে যাওয়া যায় তিন নদীর মোহনা লালদিয়ার চরে। কুয়াকাটার মতো এখানেও একই জায়গা থেকে দেখা যায় সূর্যোদয় ও সূর্যাস্ত।

শুধু তাই নয়, বনের সৌন্দর্য্য ও পশুপাখির বিচরণ দেখার জন্য রয়েছে টাওয়ার।

কিন্তু, এখানে বেড়াতে এসে পর্যটকদের পড়তে হয় নানা বিড়ম্বনায়।  যাতায়াতে রয়েছে সমস্যা, নেই মানসম্মত থাকা-খাওয়ার ব্যবস্থাও। ওয়াক ওয়ে সংস্কার না করায় ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় পর্যটকদের।

সমস্যা সমাধানের আশ্বাস দিলেন বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।

২০১৫ সালে জীব বৈচিত্র সংরক্ষণের পাশাপাশি ইকোটুরিজম প্রসারে লালদিয়ার সংরক্ষিত বনাঞ্চলে পর্যটন কেন্দ্রটি নির্মাণ করে বন বিভাগ।

আরও পড়ুন