বাংলাদেশ, জাতীয়, রাজনীতি, জেলার সংবাদ, রাজধানী, নারী

নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: শেখ হাসিনা

আনোয়ার হোসেন

ডিবিসি নিউজ

শনিবার ১২ই অক্টোবর ২০১৯ ১২:০৭:৪৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নারী নির্যাতনের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশজুড়ে নারীর ক্ষমতায়নে নানা পদক্ষেপ নেয়া হচ্ছে।

সকালে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশনে মহিলা শ্রমিক লীগে দ্বিতীয় সম্মেলনে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, সমাজ কখনো একা উঠে দাঁড়াতে পারে না। নারী পুরুষ মিলেই সমাজকে এগিয়ে নিতে হয়।

শেখ হাসিনা বলেন, বাবা-মা মনে করতেন মেয়েদের এত পড়াশুনা করিয়ে কি হবে। দুইদিন পর তাদের বিয়ে হয়ে যাবে খামাখা টাকা নষ্ট করে পড়াশুনা করানোর চেয়ে টাকাটা জমাই বিয়ে দেওয়ার জন্য। একটা সময় এমন মানসিকতা আমাদের সমাজে ছিল। 

তিনি আরও বলেন, 'নারী শিক্ষার প্রসারে বিভিন্ন ধরণের ব্যবস্থা করে দিয়েছে সরকার। উচ্চ শিক্ষার জন্য নারীদের বৃত্তি দিচ্ছে বলেও জানান তিনি। সবার জন্য চিকিৎসা নিশ্চিতের জন্য কমিউনিটি ক্লিনিক তৈরী করা হয়েছে। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে কর্মসংস্থানেরও সুযোগ হচ্ছে।'

শিক্ষিত জাতি একটি দেশকে দারিদ্রমুক্ত করতে পারে আর সেদিকে লক্ষ্য রেখেই বিভিন্ন ধরণের কর্মসূচি সরকার গ্রহণ করেছে বলে জানান প্রধানমন্ত্রী।

আরও পড়ুন