নারী

নারী দিবসে শ্রেষ্ঠ পাঁচজন জয়িতাকে সম্মাননা দেবে সরকার

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

রবিবার ৭ই মার্চ ২০২১ ০১:১০:০০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ পাঁচজন জয়িতাকে সম্মাননা প্রদান করবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

রবিবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরে সংবাদ সম্মেলনে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এ তথ্য জানান। 

আগামীকাল সোমবার বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী তাদের হাতে নগদ এক লাখ টাকা, ক্রেস্ট এবং সনদ তুলে দেবেন। সকাল সাড়ে দশটায় গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনলাইনে নারী দিবসের অনুষ্ঠানে অংশ নেবেন। 

এবারে আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য 'করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব।" এবারের শ্রেষ্ঠ জয়িতারা হলেন, বরিশাল জেলার হাছিনা বেগম নীলা, বগুড়া জেলার মিফতাহুল জান্নাত, পটুয়াখালী জেলার মোসাম্মৎ হেলেন্নছা বেগম, টাঙ্গাইল জেলার রবিজান এবং নড়াইল জেলার অঞ্জনা বালা বিশ্বাস। 

আরও পড়ুন