ধর্ম, জেলার সংবাদ, অন্যান্য ধর্ম

নালিতাবাড়ীতে কাল শুরু দুই দিনব্যাপী তীর্থোৎসব

Hafijul Haque Ujjal

ডিবিসি নিউজ

বুধবার ২৭শে অক্টোবর ২০২১ ০৯:৪৮:৪১ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

শেরপুরের নালিতাবাড়ীর বারোমারী সাধু লিওর খ্রিষ্টানপল্লিতে কাল শুরু হচ্ছে দুই দিনের মা মারিয়ার তীর্থোৎসব।

এ উপলক্ষ্যে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের মধ্যে বইছে উৎসবের আমেজ। এরইমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতি ও শুক্রবার পর্যন্ত চলবে খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম এই ধর্মীয় অনুষ্ঠান।

'ভ্রাতৃত্ব ও মিলন সমাজ গঠনে মা মারিয়া' এই মূলসুরে বৃহস্পতিবার বেলা ৩টায় পাপ স্বীকারের মধ্যদিয়ে শুরু হবে উৎসব। বিকেল ৪টায় হবে পবিত্র খ্রীস্টযাগ। রাত ৮টায় আলোর মিছিলে হাজারো ভক্ত মোমবাতি জ্বালিয়ে প্রায় ২ কিলোমিটার পাহাড়ি পথ অতিক্রম করে ৪৮ ফুট উঁচুতে মা মারিয়ার মূর্তির কর কমলে ভক্তিশ্রদ্ধা নিবেদন করবেন। রাত ১১টায় সাক্রান্তের আরাধনা, ১২টায় নিশি জাগরণ ও নিরাময় অনুষ্ঠান। শুক্রবার সকাল ৮টায় জীবন্ত ক্রুশের পথ ও সকাল ১০টায় মহা খ্রিস্টযাগের মাধ্যমে তীর্থোৎসবের সমাপ্তি হবে।

গত বছর করোনার কারণে সীমিত পরিসরে হলেও এবার দুইদিনের উৎসব হবে ধুমধামে। ভক্তরা বলেন,‘সরকারের পক্ষ থেকে অনুমতি নেয়া হয়েছে, এবার অনেক বড় করে সবাই মিলে আমরা অনেক আনন্দ করবো।’ 

নালিতাবাড়ী বারোমারী খ্রিষ্টান মিশনের ফাদার তরুণ বনোয়ারী জানান, উৎসব সুষ্ঠুভাবে আয়োজন ও নিরাপত্তা নিশ্চিতে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে প্রশাসন।

এই উৎসবে প্রতি বছর সারা দেশ থেকে প্রায় ৪০ থেকে ৬০ হাজার খ্রিষ্টভক্ত যোগ দেন।

আরও পড়ুন