আন্তর্জাতিক, আমেরিকা

নিউইয়র্কে পারিবারিক সহিংসতা ঠেকাতে গিয়ে গুলিবিদ্ধ দুই পুলিশ কর্মকর্তা

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

শনিবার ২২শে জানুয়ারী ২০২২ ০৯:৫৯:৫২ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পারিবারিক সহিংসতা ঠেকাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন দুই পুলিশ কর্মকর্তা।

নিউইয়র্ক টাইমসসহ বেশ কিছু গণমাধ্যমে তাদের মৃত্যু হয়েছে বলে জানানো হলেও এব্যাপারে কিছু নিশ্চিত করেনি শহরটির কর্তৃপক্ষ।

নিউইয়র্ক পুলিশ জানায়, একটি বাড়িতে মা-ছেলের লড়াই চলছিল। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পশ্চিম ১৩৫ নম্বর স্ট্রিটের বাড়ির সামনে মা পুলিশের সঙ্গে দেখা করেন। এ সময় হোম কলের উত্তর দেয়ার সময় দুই পুলিশ অফিসারকে গুলি করা হয়। পুলিশের মতে, ৪৭ বছর বয়সী সন্দেহভাজন, তাকে অন্য একজন অফিসার গুলি করে। সন্দেহভাজন ব্যক্তিকে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।

শুক্রবার গোলাগুলির পর গুরুতর আহত অবস্থায় দুই পুলিশ সদস্যকে হারলেম হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিও গুলিবিদ্ধ হয়েছেন। তবে গোলাগুলির এই ঘটনা সম্পর্কে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। রয়টার্স জানিয়েছে, চলতি সপ্তাহে শহরটিতে বেশ কয়েকজন পুলিশসদস্য গুলিবিদ্ধ হয়েছেন।

এর আগে, এই সপ্তাহে নিউইয়র্ক পুলিশের আরও চার কর্মকর্তাকেও গুলি করা হয়।

আরও পড়ুন