ক্রিকেট

নিউজিল্যান্ডে জয় নেই টাইগারদের, রঙিন পোশাকে ১৬ ম্যাচেই হার

শেখ আশিক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২রা মার্চ ২০২১ ০৮:০৫:৫০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নিউজিল্যান্ড সফরে এবারো জয়ের দেখা পাওয়া খুবই কঠিন হবে টাইগারদের। সাদা বা রঙিন কোন পোশাকের খেলাতেই আগের কোন সুখস্মৃতিও নেই বাংলাদেশের। তাই জিততে না পারলেও ভালো ক্রিকেট খেলবে এমনটা প্রত্যাশা করছেন বিসিবির সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ।

নিজেদের কন্ডিশনে নিউজিল্যান্ড ক্রিকেট টিম বরাবরই অপ্রতিরোধ্য। ওদের মাঠে গিয়ে সিরিজ জিতে আসা যেকোন দলের জন্যই কঠিন চ্যালেঞ্জ।

হোমে সবশেষ ১৫ ওয়ানডে সিরিজের ১২টিতেই জয়। রেকর্ড আছে টানা ৭ সিরিজ জয়েরও। এর আগে টানা ৬টা সিরিজ জিতেছিল কিউইরা। এতেই স্পষ্ট কতটা অপ্রতিরোধ্য বর্তমান কিউইরা। 

এমন বৈরি কন্ডিশনে ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। অতীতে ৪টা ওয়ানডে সিরিজের ১২ ম্যাচই হেরেছে টাইগাররা। টি-টোয়েন্টিতেও একই অবস্থা।



বিসিবির প্রধান নির্বাচক সাবেক অধিনায়ক ফারুক আহমেদ মেনেই নিচ্ছেন সফরটা মুশফিক-তামিমদের জন্য খুব কঠিন হবে। তাই প্রত্যাশা অন্তত ভালো ক্রিকেট খেলুক দল।

বিসিবির সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ বলেন, আমরা আসলেই ভালো ক্রিকেট দেখতে চাই। নিউজিল্যান্ড গিয়ে আমরা সব ম্যাচ জিতবো এমনটা আশা করছি না। হোমে আমরা নিজেদের শক্তিশালী ভাবি এবং যেকোন টিমকে হারানোর সামর্থ রাকজি। কিন্তু আমরা যখন বিদেশে খেলতে যাই আমরা কিন্তু এখনো ওই পর্যায়ে পৌঁছায় নাই যে সিরিজ জিতবো।


তবে তার মতে কিউইদের কন্ডিশনে অতীতের চেয়ে বর্তমানে ফাইট দেয়ার সামর্থ্য বেড়েছে টাইগারদের। বিসিবির সাবেক প্রধান নির্বাচক বলেন, এখন নিউজিল্যান্ডে গিয়ে অনেক টিম ভালো খেলছে। একসময় নিউজিল্যান্ড খুবই কঠিন একটা জায়গা ছিল। অনেক ভালো টিমও সেখানে গিয়ে ভালো খেলতে পারতো না।

২০ মার্চ ডানেডিনে ওয়ানডে দিয়ে শুরু হবে নিউজিল্যান্ড-বাংলাদেশ সিরিজ।

আরও পড়ুন