আন্তর্জাতিক, আমেরিকা

নিজেকে 'শ্রেষ্ঠ প্রেসিডেন্ট' দাবি করলো ডোনাল্ড ট্রাম্প

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

রবিবার ৮ই ডিসেম্বর ২০১৯ ০৩:৫৬:৪৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নিজেকে প্রেসিডেন্টের মধ্যে শ্রেষ্ঠ বলে দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিরোধী ডেমোক্র্যাট দল যখন চলতি সপ্তাহের শেষ দিকে ট্রাম্পকে ইমপিচ করার জন্য প্রস্তুতি নিচ্ছে তখন ট্রাম্প নিজেকে শ্রেষ্ঠ প্রেসিডেন্ট বলে ঘোষণা দিলেন।

শনিবার ডেমোক্র্যাট দল নিয়ন্ত্রিত মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্যরা ৫৫ পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রকাশ করে। রিপোর্ট প্রকাশিত হওয়ার পর তিনি টুইটারে পোস্ট দেন। টুইট বার্তায় ট্রাম্প লেখেন, 'আমেরিকার ভোটাররা তাদের শ্রেষ্ঠতম প্রেসিডেন্টকে ইমপিচ করতে চান না।' তবে ব্যক্তিগতভাবে সমস্ত অভিযোগ প্রত্যাখ্যান করে আসছেন ট্রাম্প। 

ডেমোক্র্যাট দল নিয়ন্ত্রিত মার্কিন প্রতিনিধি পরিষদের ওই প্রতিবেদনটি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্টের জন্য তথ্য প্রমাণ হিসেবে কাজ করবে। এতে প্রেসিডেন্টকে ইমপিচ করার জন্য যে সমস্ত সাংবিধানিক ভিত্তি থাকা প্রয়োজন তার সবই রয়েছে বলে মনে করা হচ্ছে। এর মধ্যে থাকছে ঘুষ, ক্ষমতার অপব্যবহার, আমেরিকার জাতীয় স্বার্থের প্রতি বিশ্বাসঘাতকতা এবং দুর্নীতি।


আরও পড়ুন