আন্তর্জাতিক

নিজেদের তৈরি ঢাল নিয়ে পুলিশের সামনে মিয়ানমারের বিক্ষোভকারীরা

ময়ূখ

ডিবিসি নিউজ

বুধবার ৩রা মার্চ ২০২১ ০৯:০৫:০৬ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মিয়ানমারে পুলিশের গুলি থেকে রক্ষা পেতে নিজেদের বানানো ঢাল নিয়ে পথে নামছেন বিক্ষোভকারীরা।  

মঙ্গলবার ইয়াঙ্গুনের বিভিন্ন এলাকায় হেলমেট ও ঘরে বানানো ঢাল নিয়ে পথে নামেন শতাধিক আন্দোলনকারী। তবে টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করা হয়।  

ইয়াঙ্গুনের বেশ কয়েকটি জায়গায় ব্যাপক গোলাগুলির শব্দ শোনা গেছে।  এখন পর্যন্ত পুলিশের গুলিতে অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।  

এদিকে, জাতিসংঘের সাধারণ অধিবেশনের প্রেসিডেন্ট ভলকান বজকির এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকনের কাছে চিঠি লিখেছেন সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে জাতিসংঘে বক্তব্য দেয়ায় বরখাস্ত কিয়াও মোয়ে তুন। তিনি লিখেছেন, অবৈধ অভ্যুত্থানের হোতাদের বৈধ প্রেসিডেন্টের নিয়োগ দেয়া কর্তৃপক্ষকে প্রত্যাহার করার অধিকার নেই। তাই তিনিই জাতিসংঘে মিয়ানমারের বৈধ দূত।

আরও পড়ুন