খেলাধুলা, ক্রিকেট

নিলামে মাশরাফীর ব্রেসলেট বিক্রি ৪২ লাখ টাকায়

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

সোমবার ১৮ই মে ২০২০ ০৩:২৮:৩৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনায় অসহায় হয়ে পড়া মানুষদের জন্য ব্যয় হবে নিলামের অর্থ

নিলামে মাশরাফী বিন মোর্ত্তজার ব্রেসলেট বিক্রি হয়েছে ৪২ লাখ টাকায়। যা কিনে নিয়েছে বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানি অ্যাসোসিয়েশন- বিএলএফসিএ।

তবে, ব্রেসলেটটি আবার টাইগারদের সাবেক ক্যাপ্তানকে উপহার দেয়ার ঘোষণা দিয়েছে সংস্থাটি। এই অর্থ জমা দেয়া হবে নড়াইল ফাউন্ডেশনে। ব্যয় করা হবে করোনায় অসহায় হয়ে পড়া মানুষদের মাঝে।

এক করোনাভাইরাস থমকে দিয়েছে পুরো বিশ্বকে। স্থবির হয়ে পড়েছে গোটা দুনিয়ার সমস্ত কাজকর্ম। অসহায় হয়ে পড়েছেন কোটি কোটি মানুষ। তাদের পাশে এসে দাড়িয়েছেন স্পোর্টস অঙ্গণের তারকারা।

বাংলাদেশের খেলোয়াড়েরাও যে যার জায়গা থেকে করে যাচ্ছেন সহায়তা। অনেকেই নিলামে বিক্রি করছেন নিজেদের ক্রীড়াসামগ্রী।

১৮ বছরের সঙ্গী হাতের ব্রেসলেট নিলামে তোলেন মাশরাফী। যা ছাড়িয়ে গেছে সবাইকে। ৪২ লাখ টাকায় বিক্রি হয়েছে স্টেইনলেস স্টিলে খোদাই করে লেখা মাশরাফী, ব্রেসলেটটি। কিনেছে দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানি অ্যাসোসিয়েশন।

মোটা অঙ্কে কিনলেও ব্রেসলেটটি নিজেদের কাছে রাখবেনা সংগঠনটি। মাশরাফীকেই আবার উপহার হিসেবে দেয়ার ঘোষণা দেয় তারা।

নিলামের এই অর্থ নড়াইল ফাউন্ডেশনের মাধ্যমে খরচ করা হবে করোনায় অসহায়দের মাঝে।

আরও পড়ুন