আফরান নিশো ও জিয়াউল হক অপূর্ব- বাংলা নাটক ভুবনে সময়ের সবচেয়ে জনপ্রিয় দুই তারকা। ব্যক্তিগত জীবনে দুজন খুব ভাল বন্ধু বলে খবর আছে। তারপর ছোট পর্দার শীর্ষ অভিনেতার পজিশন নিয়ে দুজনের মাঝে আছে ওপেন সিক্রেট প্রতিযোগিতা।

কে শীর্ষে নিশো-নাকি অপূর্ব- তাই নিয়ে তুমুল বাহাস হয় তার ভক্তদের মধ্যে।

এবার অপূর্বকে টপকে গেলেন নিশো!

দীর্ঘ চার বছর ধরে দ্রুত গতিতে ইউটিউবে ১ কোটি ভিউয়ার্সের দখল ছিল অপূর্বের দখলে। এবার সেই স্থানটি দখলে নিলেন নিশো।

বাংলা নাটকের ইতিহাসে দ্রুততম ইউটিউব ভিউয়ের তালিকায় এক নম্বরে জায়গা দখলে নিয়েছে নিশো-মেহজাবিন অভিনীত নাটক ‘শিল্পী’।
৪ বছর এই অবস্থান ধরে শীর্ষে ছিল মিজানুর রহমান আরিয়ান পরিচালিত অপূর্ব-মেহেজাবিনের বড় ছেলে। ৩৪ দিনে অতিক্রম করেছিল কোটি ভিউয়ের মাইলফলক।

নিশো-মেহজাবীন অভিনীত নাটক শিল্পী কোটি ভিউয়ের মাইল ছুঁয়েছে মাত্র ২৬ দিন ৯ ঘন্টায়। শুধু তাই নয়, নাটকে ব্যবহার করা ‘বুক চিন চিন’ ও ‘বিধি তুমি বলে দাও’ গান দুটির রিমেক ভার্সনও এখন ভাইরাল।