আন্তর্জাতিক, অর্থনীতি

নিষেধাজ্ঞার মধ্যেও ভালো অবস্থানে রাশিয়ার অর্থনীতি

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

রবিবার ১৫ই মে ২০২২ ০৩:৩২:৪৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যেও ভালো অবস্থানে রয়েছে রাশিয়ার অর্থনীতি। এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্রের ব্যাংকিং প্রতিষ্ঠান জেপি মরগান চেজ।

ইউক্রেনে বিশেষ অভিযান শুরুর পর থেকে একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আসতে থাকে রাশিয়ার ওপর। অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে দেশটির সাথে বাণিজ্যিক কার্যক্রম কঠিন হয়ে ওঠে। একে একে রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নিতে থাকে বহুজাতিক বিভিন্ন প্রতিষ্ঠান। ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে গেলে রাশিয়ার অর্থনীতি হোঁচট খাবে, এমনটাই আশা করেছিল পশ্চিমা দেশগুলো।  

সেই অনুযায়ী চলতি বছরের দ্বিতীয় চতুর্থাংশে রাশিয়ার জিডিপি ৩৫ শতাংশ এবং বছর শেষে ৭ শতাংশ হ্রাস পেতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল মার্কিন ব্যাংকিং প্রতিষ্ঠান জেপি মরগান চেজ।  কিন্তু পশ্চিমাদের প্রত্যাশার চেয়ে ভালো করছে পুতিনের দেশের অর্থনীতি।

রুশ অর্থনীতিতে নিষেধাজ্ঞার তেমন কোন প্রভাব পড়ে নি, শুধু মৃদু মন্দাভাব দেখা দিতে পারে বলে মনে করছে মার্কিন ব্যাংকিং প্রতিষ্ঠান জেপি মরগান চেজ। সম্প্রতি জেপি মরগান চেজের প্রকাশিত একটি নোটে এসব তথ্য উঠে এসেছে।

রাশিয়াতে ব্যবসায়িক কার্যক্রম, উৎপাদন, লেনদেন ও কর্মসংস্থানের মত বিষয়গুলো নিয়ে জরিপ চালায় ব্যাংকিং প্রতিষ্ঠানটি। জরিপে দেখা গেছে, দেশটিতে বাণিজ্যিক কার্যক্রম খুব বেশি কমে নি। এছাড়া বিদ্যুৎ ব্যয় এবং আর্থিক প্রবাহের সূচক পর্যালোচনা করেও রুশ অর্থনীতি ভালো অবস্থায় রয়েছে বলে জানিয়েছে জেপি মরগান চেজ।

আরও পড়ুন