ধর্ম, জেলার সংবাদ, সংস্কৃতি

নেচে-গেয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের কারাম পূজা উৎযাপন

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৩রা সেপ্টেম্বর ২০২০ ০৭:৩১:০১ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পূজা-অর্চনা, প্রার্থনা ও নাচে-গানে কারাম পূজা উদযাপন করছেন নওগাঁর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ।

উৎসব ঘিরে নওগাঁর মহাদেবপুরের নাটশাল মাঠ পরিণত হয়েছে মিলন মেলায়। ওঁরাও, সাঁওতাল, তুরি, মুণ্ডাসহ বেশ কয়েকটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অন্যতম উৎসব কারাম।

কারাম মূলত একটি গাছের নাম। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মানুষের কাছে যা পবিত্র এবং মঙ্গলের প্রতীক। ভাদ্রের পূর্ণিমাতে এই বৃক্ষকে পূজা-অর্চনা করে সৃষ্টিকর্তার প্রতি প্রার্থনায় মেতে ওঠেন তারা। কারাম উৎসব উপলক্ষ্যে প্রতিবছর নওগাঁর মহাদেবপুরের নাটশাল মাঠ মুখরিত হয় উত্তরাঞ্চলের সমতলে বসবাসকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের নাচ আর গানে।

নিজেদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে ধামইরহাট, বদলগাছী, সাপাহার এবং বগুড়ার আদমদিঘীসহ বিভিন্ন এলাকা থেকে উৎসবে যোগ দেয় বিভিন্ন সংগঠন।

আগামী দিনে কিভাবে আরও বেশি ফসল উৎপাদন করা যায় সে লক্ষ্যেই মূলত এ পূজার আয়োজন করা হয় বলে জানান জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুনডা।

বিভিন্ন কারণে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ভাষা ও সংষ্কৃতি হুমকির মুখে। তাদের সংস্কৃতি ধরে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি সংশ্লিষ্টদের।

আরও পড়ুন