সংস্কৃতি

নয়া দামানের ছন্দে নেচে ভাইরাল মেডিক্যাল শিক্ষার্থী সূচনা

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

বুধবার ৫ই মে ২০২১ ০২:৩৯:৩৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

শখের বসে করা ভিডিওটি এরকম ভাইরাল হবে-তা পরিবারের কারোরই ভাবনার মধ্যে ছিল না: সূচনা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নয়া দামান ঝড়। যার শুরুটা খুলনার মেডিক্যাল শিক্ষার্থী খাদিজা ইসলাম সূচনাকে দিয়ে। নিজের বিয়েতে গানটির সঙ্গে নেচে এখন অনেকের কাছেই পরিচিত তিনি। ডিবিসি নিউজকে জানান একেবারে শখের বসে করা ভিডিওটি এরকম ভাইরাল হবে-তা একেবারে তার বা পরিবারের কারোরই ভাবনার মধ্যে ছিল না।

তারপরের গল্প অনেকের জানা। ইতিমধ্যে তার ভিডিওটি দেখা হয়েছে এককোটি বার। জানান নিজের বিয়ের রঙ উৎসবে স্বজন ও বন্ধুদের সাথে নাচার কারণ।   নয়া দামানকে কিভাবে বাছাই করা হয় জানান সেই গল্পটিও।

খাদিজা ইসলাম সূচনা বলেন, তার ছোটবোন গানটি নির্বাচন করেন নাচার জন্য। তবে, গানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করা হবে এমন ভাবনা ছিলোনা।

ব্যাপক ভাইরালের পর অভিজ্ঞতার কথা জানিয়ে খাদিজা বলেন, সবার কাছ থেকে খুব ভালো সাড়া পাচ্ছি।

বিয়ের পর শ্বশুরবাড়ির সবাই মিলে এখন উপভোগ করছেন সূচনার এই খ্যাতি। বাড়ির ছোটরাও মেতে উঠেছে নয়া দামানের ছন্দে।

নয়া দামানের মূল স্রষ্টা সিলেটের শিল্পী দিব্যময়ী দাস। সংগীত পরিচালক মুজোর পরিচালনায় গানটির রিমিক্স ভার্সনে কন্ঠ দেন তোশিবা। গানটি  সিলেটের বিয়ের গীত বলেই পরিচিত।

আরও পড়ুন