জেলার সংবাদ, অপরাধ

পঞ্চাশ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৬ই মে ২০২১ ১০:৩৭:৫৩ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কক্সবাজারের উখিয়া উপজেলায় ৫০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি সদস্যরা।

বৃহস্পতিবার (৬ মে), বিজিবির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজিবি'র কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ রেজুপাড়া বিওপি’র সদস্যগণ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় ইয়াবা ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করতে পারে। এরপর বুধবার (৫ মে) দিবাগত রাতে, বিওপি’র একটি চৌকস আভিযানিক টহলদল কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ২নং রত্নাপালং ইউপি’র পূর্ব তুলাতুলী নামক স্থানে কৌশলগত অবস্থান নিয়ে ফাঁদ পেতে থাকে। পরবর্তীতে আনুমানিক রাত ১২টা ২০ মিনিটে ৩/৪ জন ব্যক্তিকে সীমান্ত এলাকা হতে পায়ে হেঁটে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা দৌড়ে পালানোর সময় একজনকে আটক করা হয়। পরে তল্লাশি করে তার সাথে থাকা লুঙ্গি দিয়ে মোড়ানো ব্যাগে ৫০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করে। জব্দকৃত ইয়াবার মূল্য এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা।

আটককৃত ব্যক্তি বান্দরবানের নাইক্ষ্যংছড়ির হামিদিয়াপাড়া গ্রামের মৃত মোহর আলীর ছেলে নুরুল আমিন (৩৪)। পলাতক আসামিরা হলেন: ইকবাল হোসেন (৩০), মোঃ ভুট্টু মিয়া (২৭) ও মোঃ শাহজাহান মিয়া (৩৫)।

এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে উল্লেখ করে প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, প্রধানমন্ত্রীর মাদকের বিরুদ্ধে ‘‘জিরো টলারেন্স’’ নীতি ঘোষণার প্রেক্ষিতে করোনা মহামারির মধ্যেও বিজিবি তাদের নিজ কর্তব্যে অটুট থেকে দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) গত ১ জানুয়ারি হতে এ পর্যন্ত ৫১ কোটি ৯০ লক্ষ ২৫ হাজার ৮০০ টাকা মূল্যের ১৭ লাখ ৩০ হাজার ৮৬ পিস বার্মিজ ইয়াবাসহ ১২৯ জন আসামি আটক করেছে।

আরও পড়ুন