বাংলাদেশ, রাজধানী, স্বাস্থ্য, নারী

পপুলার হাসপাতালে চিকিৎসকের অবহেলায় অন্তঃসত্তার মৃত্যুর অভিযোগ

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

বুধবার ১১ই মার্চ ২০২০ ০৭:৩৯:২৯ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালে আবারও চিকিৎসকের অবহেলায় এক অন্তঃসত্তা নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে।

মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে।  ঐ নারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার দেলোয়ার হোসেনের বোন।

স্বজনরা জানান, ১৫ সপ্তাহের অন্ত:সত্ত্বা রোগীকে হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক দুই ঘন্টা বসিয়ে রাখেন। রক্তে হিমোগ্লোবিন কম বলে আরো সময়ক্ষেপন করা হয়।  ততক্ষণে ওই নারীর অবস্থা আরো খারাপের দিকে গেলে তাকে দ্রুত আইসিইউতে নেয়ার চেষ্টা করেন চিকিৎসক। তবে, সেসময়ই তার মৃত্যু হয় বলে অভিযোগ করেন স্বজনেরা।

ঘটনার পর চিকিৎসকের বিচার চেয়ে হাসপাতাল ঘিরে রাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় চিকিৎসক রফিকুল ইসলাম ও পপুলার হাসপাতালের বিরুদ্ধে মামলা হয়েছে।

আরও পড়ুন