জাতীয়

পারাবত এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

শুক্রবার ২৪শে জানুয়ারী ২০২০ ০৫:০৩:২৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ শুক্রবার ঢাকা থেকে ছেড়ে যাওয়া সিলেটগামী ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে পৌঁছালে এ অগ্নিকাণ্ড ঘটে। সকাল ৯টার দিকে স্টেশনের আউটার লাইনে পৌঁছানোর পরপর এ দুর্ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার ফায়ার সার্ভিসের কর্মীরা ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে, ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে।

আগুন নেভানোর কিছুক্ষণ পরই ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

ট্রেনে অগ্নিকাণ্ডের বিষয়ে রেলওয়ের সূত্রে জানা যায়, হঠাৎ ট্রেনের ইঞ্জিনে আগুন লাগে। পরে, দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন