জেলার সংবাদ, অপরাধ, শিক্ষা

পিইসি পরীক্ষায় ৯ম-১০ম শ্রেনীর শিক্ষার্থী, আটক ১৩

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৯শে নভেম্বর ২০১৯ ০৫:৪৮:৩৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

টাঙ্গাইলের গোপালপুরে ১৩ জন ভুয়া পরীক্ষার্থীকে বহিস্কার করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার, উপজেলার হেমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের বহিস্কার করা হয়।

বহিষ্কৃতরা হলেন, তামান্না, সুমাইয়া, ফরিদা, তৃষা, বিথী, কাওসার, নাঈম, শুভ, লিমন, খন্দকার নাজমুল, মোছা: আনিকা খাতুন ও সাগর।

উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস বলেন, নতুন জাতীয়করণকৃত ছোট শাখারিয়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের প্রতিষ্ঠানের এমপিও টেকানোর জন্য ৭ম, নবম ও এইচএসসি পড়ুয়া শিক্ষার্থীদের দিয়ে পিইসি পরীক্ষায় অংশগ্রহণ করিয়েছে। বিষয়টি পিইসি পরীক্ষক নিয়ন্ত্রকদের সন্দেহ হয় এবং পরবর্তীতে ওই শিক্ষার্থীরা ভুয়া প্রমাণিত হলে তাদের বহিস্কার করা হয়।

তিনি আরও বলেন, পিইসি পরীক্ষা দিতে আসা ১৩ জন শিশু শিক্ষার্থীকে প্রথমে আটক করে রাখা হয় । পরে, তাদের অভিভাবকদের ডেকে সাদা কাগজে লিখিত অঙ্গীকারনামা রেখে ছেড়ে দেয়া হয়েছে।

আরও পড়ুন