ফুটবল

পিএসজির জয়ের দিনে আবারও বিবর্ণ মেসি

আবু বকর

ডিবিসি নিউজ

সোমবার ২০শে সেপ্টেম্বর ২০২১ ০৮:০৮:৫৯ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পিএসজিতে তিন ম্যাচ খেলে ফেললেন লিওনেল মেসি, গোলের দেখা পাননি এখনও। মেসি না পারলেও গোল করেছেন বন্ধু নেইমার। তাতে লিওঁকে ২-১ ব্যবধানে হারিয়ে পিএসজি।

লা লিগায়ও একই ব্যবধানে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ভ্যালেন্সিয়াকে হারিয়েছে তারা। তবে রোনালদো বিহীন য়্যুভেন্তাস ধুকছেই। বিগ ম্যাচে এসি মিলানের সাথে ১-১ গোলে ড্র করেছে সাবেক চ্যাম্পিয়নরা।

ইউরোপিয়ান ফুটবলে জমজমাট সব ম্যাচ। তবে সবার চোখ লিগ ওয়ানে, প্যারিসে পাড়ি জমানোর পর তৃতীয় ম্যাচে মাঠে নামবেন লিওনেল মেসি। সেটাও আবার পার্ক দ্যা প্রিন্সে প্রথমবার। তবে সেই উপলক্ষটা রাঙিয়ে রাখতে পারলেন না মেসি। গোলের দেখাই যে পাচ্ছেন না তিনি।

গোল না পেলেও পিএসজিতে মানিয়ে নিচ্ছেন বেশ। নেইমার-এমবাপ্পের সাথে বোঝাপড়াটাও হচ্ছে দারুণ। যা টের পেয়েছে প্রতিপক্ষ লিও। যদিও ফার্স্টহাফে স্কোর লাইনে আসেনি পরিবর্তন। বিরতির পর কাউন্টার অ্যাটাকে যায় লিও। পিএসজি শিবিরকে হতাশ করে ম্যাচে লিড পায় অতিথিরা। ম্যাচে ফিরতে পিএসজি সময় নিয়েছে ১২ মিনিট। স্পট কিকে নেইমারের গোলে স্কোর লাইন দাঁড়ায় ১-১। পয়েন্ট বাগিয়ে নেয়ার দ্বার প্রান্তে যখন লিও, ঠিক সেই মুহুর্তে পিএসজির ত্রাতা ইকার্দি। তাতেই মিলে ছয়ে ছয় জয়। লিগ টেবিলের লিডেও প্যারিসিয়ানরা।

এদিকে, ভ্যালেন্সিয়া-রিয়াল মাদ্রিদ ম্যাচেও প্রথমার্ধে গোল পায়নি কোন দল। সেকেন্ডহাফে লিড নেয় স্বাগতিক ভ্যালেন্সিয়া। শেষ পাচ মিনিটের ঝড়ে উড়ে যায় ভ্যালেন্সিয়া। ভিনিসিয়াস জুনিয়রের পর করিম বেজেমার স্কোরে রোমাঞ্চকর জয় পায় রিয়াল মাদ্রিদ।

এদিকে, রোনালদো বিহীন য়্যুভেন্তাসে যেন ধরেছে মরিচা। লিগে চার ম্যাচে জয় নেই একটাও। ঘরের মাঠে সুযোগ ছিল খড়া কাটানোর। বিগ ক্লাশে এসি মিলানের বিপক্ষে শুরুতেই লিড পায় য়্যুভেন্তাস। শেষ পর্যন্ত আর লিড ধরে রাখতে পারেনি ওল্ড লেডিরা। আন্তে রেবিচের গোলে পয়েন্টে ভাগ বসায় এসি মিলান। মৌসুমে প্রথম জয়ের অপেক্ষা বাড়ে য়্যুভেস্তাসের।

আরও পড়ুন