জেলার সংবাদ, সংস্কৃতি

পিরোজপুরে ঐতিহ্যবাহী লাঠি খেলা

আনোয়ার হোসেন

ডিবিসি নিউজ

শনিবার ২৮শে সেপ্টেম্বর ২০১৯ ০২:২৯:১৪ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নাজিরপুরের মাটিভাঙ্গা ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী এই গ্রামীণ খেলা।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী অ্যাডভোকেট শ. ম. রেজাউল করিম প্রধান অতিথি হিসেবে মনোমুগ্ধকর গ্রামীণ এ খেলা উপভোগ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান ও বিভিন্ন  পর্যায়ের সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

স্থানীয় উদয়ন ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এ খেলা দেখতে কলেজ মাঠে হাজার হাজার মানুষ ভিড় জমায়। এর আগে একই মাঠে হাডুডু ও ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় খেলোয়াড়রা অংশ নেন।

এর আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে মন্ত্রী বলেন, দেশি খেলাকে ধ্বংস করে বিদেশি খেলার প্রতি আকৃষ্ট হওয়া যাবে না। মন্ত্রী আরও বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক ও ইভটিজিংসহ সকল প্রকার সামাজিক অপরাধ থেকে দূরে রাখে। এছাড়া খেলাধুলার উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন মন্ত্রী। 

আরও পড়ুন